২৭৮. ইসলাম

February 3, 2024
ইসলাম
মুহাঃ মোশাররফ হোসেন 
মুখে এক কাজে অন্য
এসমাজে সবই চলমান,
আমরা হইলাম
নামেই  মুসলমান।
কুরা-আনে বলে
ইসলাম মানে শান্তি,
এই জগতে থাকলে
হবেনা কোনো ক্লান্তি।
অন্যের পিছে থেকে
মুখে দাবি মুসলমান!
প্রভুর সাথে করি
মোরা বেঈমান।
বিপদে আপদে
সবযায়গাই তার নাম,
দাবি করি মোরা
ধর্ম হলো ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *