প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৪:৪৬ পি.এম
২৭৮. ইসলাম
ইসলাম
মুহাঃ মোশাররফ হোসেন
মুখে এক কাজে অন্য
এসমাজে সবই চলমান,
আমরা হইলাম
নামেই মুসলমান।
কুরা-আনে বলে
ইসলাম মানে শান্তি,
এই জগতে থাকলে
হবেনা কোনো ক্লান্তি।
অন্যের পিছে থেকে
মুখে দাবি মুসলমান!
প্রভুর সাথে করি
মোরা বেঈমান।
বিপদে আপদে
সবযায়গাই তার নাম,
দাবি করি মোরা
ধর্ম হলো ইসলাম।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।