২৭৩. ইলেকশন

December 20, 2023
ইলেকশন 
মুহাঃ মোশাররফ হোসেন 
আমপাতা জোড়া জোড়া
স্বতন্ত্র প্রার্থী হইছে খাড়া,
মারবো চাবুক চড়বো ঘোড়া
আমরা সবাই  মার্কা মারা।।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
ভোট দিব পরিবেশে,
দক্ষ এবার কমিশন
ফেয়ার হবে ইলেকশন।
সামনে আসছে নির্বাচন
বাপ বেটার ইলেকশন,
ফলাফল নির্ধারণ করবে জনগণ
ফেল করলে হবে নির্বাসন।
আমার ভোট আমি দিব
যাকে খুশি তাকেই দিব,
বাপে বলে বেটারে
ভোট দিবে যোগ্য প্রার্থীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *