প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৬:৪৭ এ.এম
২৭৩. ইলেকশন
ইলেকশন
মুহাঃ মোশাররফ হোসেন
আমপাতা জোড়া জোড়া
স্বতন্ত্র প্রার্থী হইছে খাড়া,
মারবো চাবুক চড়বো ঘোড়া
আমরা সবাই মার্কা মারা।।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
ভোট দিব পরিবেশে,
দক্ষ এবার কমিশন
ফেয়ার হবে ইলেকশন।
সামনে আসছে নির্বাচন
বাপ বেটার ইলেকশন,
ফলাফল নির্ধারণ করবে জনগণ
ফেল করলে হবে নির্বাসন।
আমার ভোট আমি দিব
যাকে খুশি তাকেই দিব,
বাপে বলে বেটারে
ভোট দিবে যোগ্য প্রার্থীরে।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।