৩৪৭, ফিরে দেখা

June 21, 2025
ফিরে দেখা
মুহাঃ মোশাররফ হোসেন 
মনে পড়ে ফিরে দেখা
সেই একসাথে থাকা দিনগুলি,
যেখানেই থাকি না কেনো
স্মৃতিগুলো যাবোনা ভুলি।
সময়ের বদলে ক্ষনিকের তরে
আছি মই একটু খানি দূরে,
আবারও হয়ত হবে দেখা
সু-দিন যদি আসে ফিরে।
লেখনীর লেখা হইলে বন্ধ
মন হয় ক্ষত বিক্ষত,
দিন যদি পায় আবার ফিরে
সেইদিন চলবে কলম অবিরত।
ভুলি নাই সেই হাস্যোজজ্বল দিন গুলি
শুধু চোখে ভাসে পুরানো স্মৃতি,
সঙ্গবদ্ধ ছিলাম সবে মিলে একসাথে
ব্যথিত সময় বড় মনে পড়ে সেই
প্রেম-প্রীতি।
ছিলো যত গুরুজন
সকলের মই করি স্মরণ,
সবে মিলে মোর করিও দোয়া
আবার এসে করতে পারি যেনো বরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *