প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৬:০৬ পি.এম
৩৪৭, ফিরে দেখা
ফিরে দেখা
মুহাঃ মোশাররফ হোসেন
মনে পড়ে ফিরে দেখা
সেই একসাথে থাকা দিনগুলি,
যেখানেই থাকি না কেনো
স্মৃতিগুলো যাবোনা ভুলি।
সময়ের বদলে ক্ষনিকের তরে
আছি মই একটু খানি দূরে,
আবারও হয়ত হবে দেখা
সু-দিন যদি আসে ফিরে।
লেখনীর লেখা হইলে বন্ধ
মন হয় ক্ষত বিক্ষত,
দিন যদি পায় আবার ফিরে
সেইদিন চলবে কলম অবিরত।
ভুলি নাই সেই হাস্যোজজ্বল দিন গুলি
শুধু চোখে ভাসে পুরানো স্মৃতি,
সঙ্গবদ্ধ ছিলাম সবে মিলে একসাথে
ব্যথিত সময় বড় মনে পড়ে সেই
প্রেম-প্রীতি।
ছিলো যত গুরুজন
সকলের মই করি স্মরণ,
সবে মিলে মোর করিও দোয়া
আবার এসে করতে পারি যেনো বরন।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।