৭৩. লাই-লাতুল ক্বদর

May 15, 2023

৭৩.

“লাই-লাতুল ক্বদর”

মুহাঃ মোশাররফ হোসেন


আজ পবিত্র লাই-লাতুল ক্বদরের রাত,আমরা করব সকলে ইবাদাত।রমজানের শেষ দশ দিনের কোন এক বেজোড় রাত,এ রাতে আল্লাহর কাছে কিছু চাইবার একমাত্র মাধ্যম ইবাদাত।লাই-লাতুল ক্বদর খুজবো আমরা ই’তেকাফ ইবাদাতে,এ রাতের সকল আমল হাজার মাসের চাইতে।এ রাতেই নাযিল হয়েছিল পবিত্র আল কুর-আন,আমরা সকলে করব তেলোয়াত পবিত্র সেই কুর-আন।লাই-লাতুল ক্বদরের নামাজ পড়বো জেগে সারা রাতে,যত মহিমান্বিত বরকত নিহিত আছে এই লাই-লাতুল ক্বদরের রাতে;রাত্রি জেগে করবো ইবাদাত-বন্দেগী সকলে একই সাথে।মনের সকল কালিমা মুছে ফেলবো এযে গুনাহ মাফের রাত,ত্বওবা করি, নামাজ, রোজা, কালেমা পড়িলে পাবো নবীর শাফায়াত।দান-সাদকা দেবো ফিতরা গরীব-দু:খির মাঝে”যাকাত দিবো নেকী পাবো যত ভাল কাজে।আমরা মুসলমান সৌভাগ্যবান, ক্বদরের এই রাত হয়েছে মাহে রমজান,ওগো দয়াময় তুমি হও সহায়, রহমতের সব কিছুই করো আমায় দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *