৬৩. মানুষ নামে পশু

May 15, 2023

৬৩.

“মানুষ নামে পশু”

মুহাঃ মোশাররফ হোসেন

দুর্দম মরুতে-
বুক চিরে ছিড়ে খায়’
খায় আর কাশে,
ফল পাবে –
মৃত্যুর দুয়ারে গিয়ে
পড়বে যে ফাঁসে।
কপালে তার-
হিংসার উঠন পেতে
থাবাটারে ফেলে,
মানুষ নয়-
নয় কোন জানোয়ার
যায় শুধু খেলে।
কে সে?
হতে পারে কোন
মানুষ নামের পশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *