৪১. হেদায়েতের পথে ডাকো”

May 13, 2023

৪১.

     “হেদায়েতের পথে ডাকো”

মুহাঃ মোশাররফ হোসেন

শুভ যাত্রায় হাঁটি  প্রভুকে সাথে রেখে

প্রার্থনায় সাজাই নিজকে ধর্ম-পথে মহোৎসবে,

এই জনস্রোত যেথা যায় পদচিহ্ন শুধু প্রার্থনায়

যেথা সন্ধানে হাঁটি যদি তারে না পাই, থাকি অন্ধকারে।

মনের ভিতর তরঙ্গ-হিল্লোলে তার রুপ দেখি

আমার শ্রাবণে ভিজি স্পর্শে পরশ-ধারা,

এমন জীবনে আমার প্রার্থনার জগতে কোনোদিন পাইনি এমন সৌরভ বাতাস।

আমাকে নিয়ে চলো জলদি দুয়ার খোলো সাবধানে,

এই ঘরের মর্মার্থে ভক্ত সব যাত্রী।

প্রাচুর্য শস্য ভান্ডার এই গৃহে 

কে দিলো এসব কল্যানকার নিয়ামত!

তারে খুজি আমার হৃদয় কাঁপনে কাঁপে এই পৃথিবী,

দিবা-নিশি তারে স্মরণ করি কল্যাণ বৃষ্টি চারিদিকে।

তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো,

অবশ্য এই কল্যানকার সংগ্রাম চলবে কিয়ামত পর্যন্ত,

এ পথেই শান্তি, এ শুভ যাত্রা, সৌরভ গৌরবের,

জনস্রোতে; এই মহোৎসব কল্যানকার পথে হাটো আর ডাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *