৩৭. অতীত বলে কিছুই নেই

May 13, 2023

৩৭.

 “অতীত বলে কিছুই নেই”

মুহাঃমোশাররফ হোসেন

আমার অতীত বলে কিছুই নেই,

আছে কিছু স্মৃতি বেদনা-ভরা,

আমার ফাগুন বলে কিছুই নেই,

আছে কাটার জ্বালা বুক-ভরা।।

দুঃখের পরে আসে সুখ,

সুখের পরে আসে দুঃখ,

জানি এই নিয়মে চলছেতো ধরণী-

আমার দঃখের পরে আসে দুঃখ,

আমার সবই মিথ্যা দিয়ে গড়া।।

রাতের শেষে দিন আসে,

দিনের শেষে আসে রাত’

আমার কিন্তু রাতের পরে আসে-না প্রভাত-

আমার জীবন বলে কিছুই নেই,

আছে প্রাণ এক যিন্ত্রনা-ভরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *