১৪৪. ভুলের মাসুল

May 22, 2023

১. ভুলের মাসুল

মুহাঃ মোশাররফ হোসেন 

আমি জানি প্রিয়তমা যে ভুল করেছিলাম
তার নেই কোনো ক্ষমা,
তবুও বলবো প্রিয় তারে ভুল ভেবেই
আমারে করিও ক্ষমা।

যা ভুল বোঝাবুঝি হয়েছিলো মাঝে এমনটা হয়ে থাকেই ভেবে আমাদের এই সমাজে,
এসো যৌথ উদ্যোগে উদ্যমী হয়ে নতুন ব্যাবস্থা গড়ে তুলি নিজেদের মধ্যে সব ভ্রান্তি মিটিয়ে।

একথা তো সত্যি ভুলের মাশুল দিতেইতো হয়’
হলেও বা তা এক রত্তি,
তবে ভুল মানুষ মাত্রেই করে,
যদিও অনেকে স্বীকার করেনা
বা করলেও করে অনেক পরে।

আজ নয় আমি নিই অঙ্গিকার
তৎক্ষণাৎ তা করব স্বীকার’
যেমনটি আছে ভুল শুধরোবার অধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *