১২১. মুষলধারে বৃষ্টি

August 7, 2023

মুষলধারে বৃষ্টি


মুহাঃ মোশাররফ হোসেন

সকাল হতেই নেমেছে বৃষ্টি, আজকে সারাবেলা,
আকাশ জুড়ে কালো মেঘে করছে লুকোচুরি খেলা।
বৃষ্টির ধারা ঝরিছে অঝোরে,
খাল বীল নদী-নালা জলে গেছে ভরে।

সারাটা দিন বৃষ্টিতে বসে আছি একেলা,
সবাই ভিজতেছে আর আমি বসে আছি সারা বেলা।
বৃষ্টি ভেজা বর্ষার দিনে মাঝিরা নাই খেয়াঘাটে,
আকাশজুড়ে বিজলী চমকায় মেঘে মেঘে বেলা কাটে।

দূরে গাঁয়ের রাস্তার পরে জ্বল বেঁধে রই,
শিশুরা সব খেলছে কাঁদায় করছে হৈ চৈ।
একটা সাপে ব্যাঙ ধরেছে বাড়ীর পুকুরের ঘাটে,
কালো জ্বলে রাজহাঁসের দল বৃষ্টিতে সাতার কাটে।
নদীতে বান ডেকেছে উপছে পড়ছে ঢেউ,
নদীতে মাঝিরা সব বসে আছে নাইকো কূলে কেউ।

মুশলধারায় বৃষ্টি পড়ে,
বাঁশ বনে পাতা নড়ে।
বর্ষায় ভিজে রাস্তার কুকুর ডাকে ঘেউ ঘেউ,
আমি দেখছি ঘরে বসে আর দেখে না কেউ।

বৃষ্টি পড়ছে মুষলধারে,
মেঘ জমেছে আকাশপারে।
সকাল বিকাল অঝোর ধারায় বৃষ্টি পড়ে অবিরল,
সকাল হতে তাকিয়ে দেখি নেমেছে বৃষ্টি বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *