১২. কালো রাত

May 11, 2023

  ১২.    

  “কালো রাত”

মুহাঃ মোশাররফ হোসেন।

কালো রাত’ ভীষণ কা’লো রাত’

এ-টি দেশের ইতিহাসে এক আধার ঘণ কা’লো রাত।

যে রাতে থমকে গিয়েছিলো একটি দেশ,

অভিভাবকহীন করেছিলো সেই রাতে’ করেছিলো নিঃশেষ।

সেই রাতের পর কবি, সাহিত্যিকের কলমের কালি ফুরিয়েছিলো,

হৃফয়ের গোহিনে সেই স্মৃতিগুলো হয়ে আছে অসমাপ্ত।

সেই রাতে একটা জাতীকে করা হয়েছিল পিতুহীন,

সেই রাতের পর মানুষ-মানুষকে চিনতে পারে নহে।

সেই রাতে ভেঙ্গে যায় জাতীর সকল স্বপ্ন,

সেই রাতে হারিয়েছে জাতীর চোখ,

যে চোখ ছিলো একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন।

সেই রাতে ১৮টি গুলি একটি দেহে বিদ্ধ হয়নি;

বিদ্ধ হয়েছিলো একটি জাতীর বুকে।

সেই রাতের পর

 ঘুমিয়ে গেছিলো একটি জাতী,

সেই জাতীকে কেউ জাগিয়ে তুলিনি তারপর।

সেই জাতী পারলো নার স্বপ্নের সোনার বাংলা দেখাতে;

সেই রাতে হারালো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জন্মদাতাকে।

সেই কা’লো রাত ১৫ই আগস্টের রাত’

গায়ে রক্ত মেখে নিলো চির বিদায় দেশ গড়ার কারিগর,

হারিয়ে যাবে না কভু এই হৃদয় থেকে সেই দেশ-জয়ী কারিগর।

বেঁচে রবে ততোদিন’ যতোদিন এই বাংলা আছে,

বেঁচে রবে ততোদিন’ যতোদিন আকাশ-বাতাস এই বাংলার আছে,

বেঁচে রবে ততোদিন’ যতোদিন এই পতাকা বাংলায় আছে।

বেঁচে রবে ততোদিন’ যতোদিন এই বাঙ্গালী নামের জাতী আছে,

বাংলার বন্ধু মুজিব নামে ইতিহাসের পাতায় “জাতীতে” একবারেই আসে।

(“গভীর শুকাহুত জানাই ১৫ই আগষ্টের সেই কা-লো রাত নামক রাতের”)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *