২৬৬. “সুখের দেখা”

November 16, 2023

সুখের দেখা
মুহাঃ মোশাররফ হোসেন

সারা জীবন কষ্ট করেও
পাইনি যারা সুখের দেখা,
তাদের লাইগা আজকে
আমার এই কবিতা লেখা।

প্রকৃত সুখের দেখা চাও
যদি তোমরা পেতে,
ভন্ডামি জীবন ছেড়ে দিয়ে
তোমায় আসতে হবে সঠিক পথে।

ঐ যে দেখছো প্রভুর লীলা
বিশাল এক দ্বীপের ভিতর দিয়ে,
কতই না সুন্দর বিশাল
একটা নদী গেছে যে বয়ে।

নদীর তীর দিয়ে হেটে হেট
মোরা আহারের সন্ধানে যায়,
কিছুক্ষণ বসেই মোরা
আহারের সন্ধান পাই।

শত জল্পনা, কল্পনা করেই মোরা
নিজস্বার্থয়নে বানিয়েছি এক সেতু,
কত পর্যাটক আসছে বেড়াতে
পাইছে কি এখানে কোন হেতু?

করেছে যারা তৈরী
স্বপ্নের এই ড্রামের সেতু হেতা,
আজ মোদের সেখানে নাইকো ঠাই
করে নিয়েছে স্থান ক্ষমতাসীনরা সেথা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *