৪. মুজিবকে জানতে হলে”

May 10, 2023

“মুজিবকে জানতে হলে”

শেখ মুজিবকে জানতে হলে

জানতে হবে এদেশটাকে।

জানতে হবে শুরু থেকে শেষকে।

জানতে হবে ছয় দফাকে’

জানতে হবে ৭১ এর হামলাকে,

জানতে হবে আগরতলা সড়যন্ত্রমুলক মামলাকে।

জানতে হবে তার স্ব-অধিকার আন্দোলনের মর্মকে।

জানতে হবে জেল-জুলুমের আগলভাঙ্গা কর্মকে।

জানতে হবে বঙ্গবন্ধু উপাধী আর ভোটকে,

জানতে হবে সত্তর সালের দশজনে মিলে আলোচনাকে।

জানতে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে।

জানতে হবে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে।

জানতে হবে ২৫শে মার্চ স্বাধীনতার লড়াইকে।

ভাঙলো কারা পাক-হানাদার বড়াইকে?

জানতে হবে মুক্তিযুদ্ধের ১৬ই ডিসেম্বরকে।

জানতে হবে এ বিজয়ে স্বজনহারা লোকদেরকে।

জানতে হবে মুক্কতিযুদ্ধের সেপ্টেম্বরকে।

জানতে হবে ১৫ই আগস্ট কা-লো রাতকে।

জানতে হবে এদেশ স্বাধীনতা বিরোধীদেরকে।

জানতে হবে এদেশের সকল ইতিহাসকে।

জানতে হবে তোমার নিজকে।

বুকে ফোটাও বাংলার জনকের বীজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *