৪৫.
"সময়ের জাগরণ"
মুহাঃ মোশাররফ হোসেন
সূর্য ওঠে পূর্ব দিকে,
পশ্চিমে যায় অস্ত!
সময়টা খুব অল্পরে ভাই
দ্বীনেতে হও ন্যাস্ত।
ওরে বোকা, ওরে নির্বোধ,
ভাবছো না তো আজ,
পর জগতের জন্য তুমি!
করছো কি কাজ?
কৃষক যদি অসময়ে করে বীজ বপন,
পায় না সে তো জমিন থেকে
উত্তম রুপে ফলন।
আসবে যখন বিভীষিকা,
জীবন অবসান!
সেই সময়ের কথা ভাবো
খোজো পরিত্রান।