৯.
"নির্বাচন"
মুহাঃ মোশাররফ হোসেন
আসছে দেশে নির্বাচন,
চলছে পকেট ভারীর আয়োজন।
কেউ ব্যাস্ত চাইতে ভোট
কেউ বা গড়ছে নতুন জোট।
এই সময়ে সবাই ছুটে
জনগনের দ্বারে দ্বারে,
এদের কি আর দেখা যাবে
কোনো দিন ক্ষমতায় গেলে?
বেমালুম সব ভুলেই যাবে
পাস করেছে কাদের ভোটে।
আসছে দেশে নির্বাচন
সচেতন হোন জনগন,
মনে রাখা প্রয়োজন
ভোট সবার অধিকার!
এটা কোনো বেচা-কেনার পণ্য নয়,
লোভ, লালোসার দরকার নয়'
ভেবে চিন্তে দিতে হয়।
আসছে দেশে নির্বাচন'
যাচাই বাচাই করে নিন!
ভোটটি আপনি দিবেন কাকে?
যে নির্বাচিত হলে পরে
কাজ করবে দেশের তরে!