৯৯. ঈদের চাঁদ
মুহাঃ মোশাররফ হোসেন
আচ্ছা তুমি বলোতো আমায়চাঁদটি কেনো বাঁকা?
এই চাঁদেতে কেনো আবার
সপ্ন খুশি আঁকা?
বাঁশ ঝাড়ের ঐ মাথায় যেনো
ঐ চাঁদটি উঠে,
তা-ই দেখে খোকা খুকু
সবাই পিছু ছুটে ॥
ওহ: এই চাঁদটি দেখে যেনো
ভাঙ্গে খুশির ডেরা ,
ওহ: ঈদের চাঁদ তাইতো ওগো
এতো খুশির ঘেরা ॥