৯৭. "দুঃখে ভরা জীবন"
মুহাঃ মোশাররফ হোসেন
দুঃখে ভরা জীবন আমার
কষ্টে ভরা বুক,
এত কষ্ঠে জীবন আমায়
মেলেনিকো সুখ।
সবখানে পাই অবহেলা
লাঞ্চনা হলো সুখ,
দুঃখো ভরা জীবন আমার,
কষ্টে ভরা বুক।
লোকে বলে জন্মের সময়
খেয়েছে ওর মাকে,
মানুষের এই অপবাদ
সইবো কেমন করে।
এত কষ্টের জীবন আমার
কেমন করে রাখি,
তারই মাঝে বেঁচে আছে
আমার পরাণ পাখি।
আকাশ ভরা তারা আছে
সগরের মাঝে ঢেউ,
আমার এই জীবন মাঝে
রইলোনাতো কেউ।
দুঃখে ভরা জীবন আমার
কষ্টে ভরা বুক,
তারী মাঝে বেঁচে নিছি
একটু খানি সুখ।