৯৬. " হতবাক"
মুহাঃ মোশাররফ হোসেন
আর পাইনা মানুষের গন্ধ, অসস্থি আমার এটা
অমানুষে ভরে গেছে এই গোটা পৃথিবীটা ।
ভালবাসলে আঘাত করে, বিশ্বাসে করে ক্ষতি!
বিশ্বাসটাও ফুরে গেছে তাই মানুষ মানুষের প্রতি।
মানুষ আজ সুযোগ সন্ধানী যদি সুযোগ পায়,
তিল হয়ে অন্তরে ঢুকে সে তাল হয়ে বারায় ।
মানুষের মুখে মানুষের গীবত বাতাস হয়েছে ভারী ,
সহমর্মিতা উঠে গেছে আজ এই পৃথিবী ছাড়ি ।
আপন খেয়ালে চলছে মানুষ আপন স্বার্থে দোলে,
প্রতিটি মানুষ নিজের অজান্তেই আছে স্বার্থপরের কবলে।
আর ক'টা দিন পরে কিযে দেখবো চোখে ,
ভালো মানুষ গুলি তাদের ছোবলে মরবে ধুঁকে ধুঁকে।
আরেক পদের মানুষ দেখি' নারীর অন্বেষণে'
নারী জাতি ছাড়া জমেনা হরষ তাদের সে মনে।
উচ্ছ্বাসের তরে সমাবেশ ডাকে আহ্বান সবার প্রতি,
নরের প্রতি শুধুই আহ্বান নারীরে সে করে মিনতি।
সমাবেশে যদি নারী না থাকে বিরহ জ্বালা উদ্ভুট,
ভাবে সে খোয়া গেলো সব খরচাপাতি চা বিস্কুট।
বিচার বুদ্ধির এতোটাই অভাব ইসলাম কি যে বলে,
জানতে না চায় 'কিবা ইসলাম' চলে আপন খেয়ালে।
দাবী তার মুসলিম, দাবী তার ভার্সিটির সে মাষ্টার,
এই দিয়েই হবে বুঝি কবর আর পুলসিরাত পার।
জানায় সে বড় কাব্যিক কাব্য তার তত্বের তত্ব দিয়ে,
কাব্য তার প্রকৃতির আকাশ সমুদ্র সূর্য শিশির নিয়ে।
ডারউইন যে কিযে বিজ্ঞানী আজ যদি থাকতো বেঁচে,
বাঙ্গালীর চাপে পিষ্ট হয়ে থাকতো খাঁটলির নীচে।
আমি হতবাক অবাক কি কর্তব্যবিমুঢ় ..,,,
মানুষের এতো বাড়াবাড়ি আমাকে করেছে ভীষণ রুঢ়।