৯৫. মায়ের ভালোবাসা

May 17, 2023


 ৯৪ “মায়ের ভালোবাসা”

মুহাঃ মোশাররফ হোসেন

তুমি আমার নয়নমনি,
তুমি আমার হৃদয়য়েরখনি
তুমি আমার মা জননী।মায়ের

তুমি আমার শৈশবে বেঁচে থাকার

এক মাত্র তরণী ।
মা তুমি ছাড়া এই ভুবনে ,
আঁধার কালো সবার জীবনে
তুমি স্নেহময়ী,’মা’ তুমি প্রানপ্রিয় ‘মা’।
যখন আমি ছোট্ট ছিলাম তোমার কোলে!
কথা বলতাম আধো আধো বোলে”
তুমি আমায় ভালোবেসে চুমু খেতে
আমার ছোট্ট গালে।
মাগো তুমি হীনা –
থেমে যেতো প্রানের বীণা।
এখন আমি বড় হলাম দূরে এলাম চলে,
তোমার ভালোবাসার কথা মনে করে
ভাসি আমি চোখের জলে।
তোমার স্নেহের আঁচলের ছায়া
তোমার ভালোবাসার আদরের মায়া,
ভুলি কেমন করে?
তোমার মতো এতো মধুর ভালোবাসা
আর কেহ নাহি দিবে এই জীবনে।
মাগো তুমি ছাড়া’
আমার জীবন ছন্ন ছাড়া ,
তোমার মতো এতো আদর করে
কে খাইয়ে দিবে?
আমার দুঃখের দিনে’
প্রতিটা ক্ষণে ক্ষণে কে পাশে রবে?
তুমিতো শত কষ্টে শত দুঃখে ও
আগলে ধরে রাখতে বুকে!
মাগো তোমার হৃদয়য়ের শীতল ছায়া ,
তোমার মমতার মধুর মায়া’
আর কি আছে এই জগতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *