৯৪. "করোনা"
মুহাঃ মোশাররফ হোসেন
করোনা থেকে তোমরা বাঁচতে যদি চাও"
এখনই দুনিয়াদারী ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে যাও।
করোনা নিয়ে করো না বাড়া-বাড়ি'
আল্লাহর সাথে করো না বেশী বাহাদুরী।
বাইরে গেলে মাস্ক পরে বেরুতে হবে'
জানেনা কেউ করোনা ধ্বংস কবে হবে?
চোখ, মুখ, নাকে হাত দেয়া তো যাবে না,
বাইরের খাবার খেলে রক্ষা যে হবেনা।
হাঁচি, কাঁশি-দিবে টিস্যু বা রুমালে'
এমন ভাইরাস এসেছে কি কোনো আমলে?
ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন
এভাবেই করোনার ছোবল থেকে বাঁচুন।