৯০.
আজব দুনিয়া
মুহাঃ মোশাররফ হোসেন
আজব দুনিয়া আজব বাসিন্দা, বাঁচার জন্য লড়ে
দুই মিনিটের নাই ভরসা, এই চিন্তা কি কেও করে?
জাত- ধর্ম- বর্ণ নিয়ে মানবতারে উলঙ্গ করে
সাড়ে তিন হাত মাটির তলে; যেতে হবে একি মাটির ঘরে।
ভক্তি দিলে মুক্তি মিলে, কজনে তা বুঝে?
বাসনার পূর্ণতা স্বাধনে কে কাহারে খুজে?
হায় হায় করে সব মরে, বেহুদা মায়ার নেশা,
সত্য বাচাই নিজেকে মেরে ওই পাড়েতে বাঁধি বাসা।
মিছে মায়ার কাঙ্গাল ওরা, ছায়ার পিছে চলে,
কেউ কারো নয় নশ্বর দুনিয়ায়' এই সত্য যায় ভুলে।
আমি বলি জাত কাল কি? মানুষ হয়ে বাঁচো'
ধ্বনিতে তোমার কিসের সুর? অমানুষ হয়ে নাচো?
এদিক ওদিক চারদিক, কেউ কারো নয়,
কর্মই আমার জীবন পথের যেনো একমাত্র সঙ্গী হয়।