৮.
"যুদ্ধলব্দ সম্পদ"
মুহাঃ মোশাররফ হোসেন
হুনাইনের যুদ্ধ ও তায়েফের অবরোধ
যুদ্ধ শেষে বন্টিত হলো, গনিমতের সম্পদ।
মক্কাবাসী নবীসম্রাট, দু হাত ভরে দিলেন
সেই তুলনায় আনসারগণ সামান্য কিছুই পেলেন।
যুবক বিয়সী কিছু আনসার দুঃখ প্রকাশ করলেন
নবীজি তা শুনে সকলের সমবেত হতে বললেন।
নবীজি সেখানে দান করলেন কালজয়ি এক ভাষন
সমাবেশে শুধু হাজির ছিলো মদিনার আনসারগন।
ফিরে যাবে ঘরে মক্কাবাসী, নিয়ে উট ও ছাগল!
তোমরা ফিরবে সঙ্গে নিয়ে, আল্লাহু তা-আলার "রাসুল"
নবীর কথায় আনসারগন, কান্না শুরু করলেন
দিক-বিদিক জ্ঞান হারিয়ে, চিৎকার করে বললেন সম্পদের কোনো প্রয়োজন নাই,
আমরা শুধু রাসুলকে নিয়ে, বাড়ি ফিরে যেতে চাই।
কতই না সৌভাগ্যবান তারা, মদিনার আনসারগন,
নবীসম্রাট তাদের মাঝে থাকবেন আজীবন।