৮৯.
হটাৎ বৃষ্টি
মুহাঃ মোশাররফ হোসেন
কত মনোরম বৃষ্টি ঝড়লো
আঝোরে কাঁদল আকাশ,
সারা দুনিয়া আঁধারে ডুবলো
হৃদয় জুড়ালো বাতাস।
বজ্র পড়ল,সূর্য ডুবলো
আকাশে ভরলো মেঘ,
আমের মুকুল ছিড়ে পড়েছে
বাড়ছে স্রোতের বেগ।
শুকনো পুকুর সিক্ত হলো
রিক্ত হলো চাষি,
মুছিয়ে গেলো ছিলেন যতো
ময়লা,পঁচা,বাসি।
উদাস চোখে ক্ষুদার্থ কাক
দেখছে ঝড়ের ফোটা,
বিড়াল ছানা ভিজছে তবু
লাগছে অনেক মোটা।
তাপের চাঁপে হাঁপছিলো সব
হয়েছে এখন শান্ত,
ব্যাঙ ডাকছে ব্যাকুল হয়ে
হবেনা আর ক্ষান্ত।