৮৭.
বন্ধুত্ব
মুহাঃ মোশাররফ হোসেন
আকাশের রংধণু জানে বন্ধুত্ব আমাদের
একই রোডে আঁকিবুঁকি করে হেটে যাই,
চায়ের কাপে চুমুকে বিল নিয়ে হুটোপুটি
রয়ে গেছে বছরঘুরে একই সবটাই,
টং এর বেঞ্চের বৃষ্টির ছিটে আসা পানি
ভিজেয়েছিস সবাইকে করে,লুটোপুটি
বন্ধু বন্ধুর বন্ধুত্বের বাধনে সবটা সুন্দর খুনসুটি।
বকুলের সুভাষের স্নিগ্ধ বিকেল অচেনা পথে হাতড়ে ফিরি বন্ধুত্ব,
খাচার পাখিতে জমানো শত অভিমান নিয়ে কত অভিযান,
বন্ধুত্ব দিয়ে কত শত রঙিন পথ চলা,
কত সুন্দর মুহূর্ত কত কেটেছে বেলা।
ছায়া হয়ে তোরা সঙ্গ দিস এমন যেনো আলো খুজে পায় অন্ধত্ব।
বন্ধু ছাড়া পথগুলো বড়ই অচেনা,
আলো হয়ে আঁধারের মত থেকে যায় সব বাধনের পর বন্ধুত্ব।