৮৪. অপলোক

May 15, 2023

৮৪.

অপলোক

মুহাঃ মোশাররফ হোসেন

যেদিন তুমি স্নিগ্ধ দুটি নয়ন তুলে ,
আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলে?
সেদিন আমি নব-সাজে তোমার প্রকৃতির রুপ দেখেছি,
তোমার সেই অপরূপ ছবি এ বুঁকে এঁকেছি?
কচিগাছে ফুটেছিল নীল অপরাজিতা ফুল,
সেই ফুলের গন্ধে আমি হয়েছিলাম উতলা ব্যাকুল!
চাঁদের দিকে যখন তাকিয়েছি—
তখন তোমাকেই পবিত্র দৃষ্টিতে অনুভব করেছি!
তোমার মায়াবী মুখ বার-বার আমার প্রতিফলিত হচ্ছিল,
আমার অন্তর গভীরে তোমাকে নিয়ে এক অজানা ঝড় উঠেছিল:
মনে হচ্ছিল তুমি শ্যাওলা হয়ে জড়িয়ে আছো,
আমার ভিতর-বাহির সর্বঅঙ্গ।
তুমি দেখি এখন একাকী সুদূরে যাও,
কেনো আগের মতো আমারে না চাও?
কী হয়েছে তোমার,নেই কেনো নব-সাজ?
তবে কী আমার মনে যে বেদোনা তা তোমার মনেও কি বাজে আজ?
মরুভূমির রুক্ষতা দেখেছি আমি পাইনি প্রেমের আনন্দ,
হঠাৎ যেদিন তোমাকে দেখেছি হারিয়ে ফেলেছি সব জীবনের ছন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *