৮২.
"ছোট্ট-বেলা"
মুহাঃ মোশাররফ হোসেন
ছোট্র-বেলার সেই মধুর স্মৃতিগুলো,
সব হয়ে গেলো আজ এলোমেলো ।
আধারে পড়ে আছি,
কিভাবে যে এখন আলোতে আসি?
ভালো লাগতো কতো সেই সময়ের বৃষ্টি,
আজিকে হলো এ কি জীবনের সৃষ্টি?
ছোট্র ছোট্র বন্ধুদের নিয়ে ছোট্রবেলা কি সুন্দর ছিলো,
আজিকে যৌবনের দ্বারে জীবনটা যেনো কেমন হলো এলো-মেলো।
ছোট্রবেলার মা বাবার ভালবাসা,
আজিকে শুধু জাগায় নতুন নতুন আশা ।
খেলাধূলার কথা বেশি, বেশি মনে পড়ে আজ,
ছোট্রবেলা ছিল উজ্জল,ছিলো কতো তাজ ।
সেই ছোট্রবেলায় ফিরে যেতে ইচ্ছে করে আবার,
কিন্তু সে ফিরে আর আসবেনা,দিয়ে দিলাম ছাড় ।