৮১.
"ছাত্র জীবন"
মুহাঃ মোশাররফ হোসেন
ছাত্র জীবন এক অন্য ভুবন,
চলতে চাই নিজের মতোন।
হয় না চলা, নিজের ইচ্ছায়,
চলতে হয়, বাবা-মায়ের কথায়।
ক্লাসে স্যারের বকা, ম্যামের ঝারি,
বাসায় এলে, মা বলে পড়তে বসো তাড়াতাড়ি।
একদিন যদি, বাসার কাজ না করি,
সবার সামনে রাখবে দাঁড়ায় কান ধরি।
বন্ধুদের সাথে বাজি ধরা,
হেরে গেলে, লাগবে ঝগড়া।
টিফিন টাইমে পালাতে হবে,
বইগুলো বন্ধুরা নিয়ে যাবে।
ধরা যদি পড়ে পাছে,
বিচার চলে যায় হেডস্যারের কাছে।
বাবা-মাকে আনবে ডেকে,
বলবে সন্তান গেছে বখে।
সময় এখনো অনেক আছে,
সন্তানকে রাখেন নিজের কাছে।
ভালো ফলাফল একদিন আসবে শেষে,
যদি সে নিয়মিত পড়তে বসে।
শুরু হবে, বাবা-মায়ের কড়া শ্বাসন,
খেলা-ধুলা করা থেকে করবে বারণ।
চোখে চোখে রাখবে তখন,
শুধুই পড়ার কথা বলবে এখন।
বাবা-মায়ের আদরের স্বাসন,
সব মিলিয়ে মধুময়ই হলো ছাত্র জীবন।