৮০.
"পরিবার"
মুহাঃ মোশাররফ হোসেন
বাবা-তো পৃথিবীতে হয়ে থাকে গাছের ন্যায় ছাঁয়া,
মা-তো পৃথিবীতে দেখায় বেচেঁ থাকার মায়া।
বোন-তো পৃথিবীতে শেখায় ভালবাসার,
ভাই-তো চেষ্টা করে পৃথিবীতে স্বপ্ন পূরণের আশার।
পৃথিবীতে আছে বাবার পরম ছাঁয়া,
আরো আছে মায়ের অতুলনীয় মায়া।
বোনের ভালবাসা ও ভাইয়ের স্বপ্নের আশা,
এভাবেই-তো গড়ে ওঠে পৃথিবীর বুকে পরিবারের ভাষা।
পরিবারের মাঝে সম্পর্কের নেই কভু শেষ,
জনম জনম বয়ে গেলেও এর কভু কাটবেনা রেষ।