৭.
১৬ই ডিসেঃ "বাঙ্গালীর বিজয়"
মুহাঃ মোশাররফ হোসেন
শেখ মুজিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে,
স্বাধীনতার সাধ জেগেছে বাঙ্গালীর প্রানে।
সমস্ত বাঙ্গালীর মনে একই ভাবনা,
কোনো অশুভ শক্তিকে পরায়ন করি না।
হিংস্র ঘাতকদের থাবায় ২৫শে মার্চ কা-লো রাতে,
নির্মম ধ্বংসযজ্ঞ ঘটেছে বাংলীর ভূমিতে।
রক্তের বন্যায় এদেশটিকে নিশ্চিহ্ন করতে,
ঘাতকেরা আঘাত হেনেছে দিবা-নিশিতে।
তারপর ও বাঙ্গালীর স্বাধীনতার সাধ,
বাঁড়িয়েছে মনোবল ভেঙ্গেছে ঘাতকদের বাঁধ।
দেশপ্রেমের আদর্শ আর মানবিকতা,
বাঙ্গালীর হৃদয়ে দিয়েছে মুক্তির বার্তা।
দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পতিক্ষণে,
নানা শ্রেনী, পেশাদার বাঙ্গালীর অংশগ্রহণে।
৩০লক্ষ শহীদ আর লক্ষ-লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে,
অবশেষে বীর বাঙ্গালীদের হয়েছে বিজয়।