৭৯.
"মিছে মায়ার সংসার"
মুহাঃ মোশাররফ হোসেন
আলো আধাঁরের খেলা এ ধরা;
সবই ভ্রম, সবই ছায়া।
এক নিমিষেই মুদিবে আঁখি,
পচে গলে যাবে এ কায়া।
এ সংসারে কে কার?
যার' যার' তার' তার।
কার লাগিগো আনচান!
কার লাগিগো পিছুটান!
মন পাখি উড়ে গেলে,
ধুলায় মিলিবে এ মায়া!
সবই ভেবে হবে সা-র,
পড়ে রবে এই মিছে মায়া সংসার।