৭৭."জীবন যুদ্ধ"
মুহাঃ মোশাররফ হোসেন
জীবনটা একটা যুদ্ধের ময়দান
আপন বলতে কেউ থাকেনা
যে দিকে তাঁকাবে দেখবে শুধু ধূ-ধূ।
পরাধীনতা তোমাকে ক্রমে ক্রমে
গ্রাস করবে"
চারদিক থেকে তোমার শুভাকাঙ্খীরা সব দূরে সরে যাবে।
সব শৃঙ্খল ভেঙ্গে তোমাকে এগিয়ে যেতে হবে" তবেই না সফলতা আসবে;
না হয় তোমাকে সারা জীবন পরাধীনতার গ্লানি নিয়ে বয়ে বেড়াতে হবে!!