৭৬.
"আমি একা"
মুহাঃ মোশাররফ হোসেন
জগৎ জুড়ে রঙ্গের খেলা
আমি বড়ই একা।
চারিদিকে আলোর ঝর্ণাধারা,
কিন্তু আমি একা।
সোনার জগতে সোনালি মেলা,
এখানেও আমি একা।
দীর্ঘ কঠিন পথ পিচ্ছিলে পা,
কিন্তু সেখানেও পড়ে রইলাম আমি একা।
পথে খিলখিলে হাসির ফোয়ারা,
পড়ে আছি শুধুই আমি একা।
দল বেঁধে হই-হুল্লা করে কারা ?
আমি যে শুধু একা।
কলতানে বাজে বাঁশি'
কার বাঁধভাঙ্গা হাসি ?
বসে আছি শুধু আমি একা।
দীর্ঘ প্রতীক্ষার পর নাইতো তোমার দেখা,
আমি একা, বড়ই একা ।