৭৫.
"স্কুল ফাঁকি"
মুহাঃ মোশাররফ হোসেন
বাবা আমার শাওন তাহার কথা বলি,
সারাটাদিন মোবাইল নিয়ে করে ঢেলা-ঢেলি।
পড়ার কথা বললে পরে করে মাথা ব্যাথা ,
বন্ধু আর মোবাইল পেলে থাকেনাকো ব্যাথা- সেথা।
স্কুলের সময় হলে ঘুমিয়ে থেকে দেই ফাঁকি!
সুযোগ পেলে বন্ধু/বান্ধব নিয়ে করে আড্ডামী।
মা-বাবার বকনী শুনে মুখটি গোমরা করে!
ঘরে গিয়ে মোবাইল নিয়ে থাকে চুপটি করে।
স্কুল আর পড়া ফাঁকি দিয়ে যত করবে চালাকি" বুঝবে পরে এর জ্বালা কি?
এখন বাবা আমার বুঝছে না হেতা,
যখন আর সময় থাকবে না তখন বুঝি ভাববে অতীতের কথা?
তখন আর কিছুই করার থাকবে না,
অতীতের সেই চিন্তা ভাবনা।