৭০.
"বসন্ত কাল"
মুহাঃ মোশাররফ হোসেন
বসন্ত কাল এলে কোকিল ডাকে
গাছের ডালে ডালে,
বসন্ত কাল এলে কোকিল পরে
নতুন প্রেমের জালে।
বসন্ত কাল জুড়ে কোকিল বাজায়
প্রাণখুলে তার বাঁশি;
বাঁশির সুরে ভেসে আসে
আমরা বসন্ত কালের ভালো-বাসি।
পাগল করা কোকিল মায়া
বসন্ত কাল ভালোবাসে:
গাছের ডালে নতুন কিশলয়
ইচ্ছেমতো হাসে।