৬৬.
"আমি অপরাধী”
মুহাঃ মোশাররফ হোসেন
অপরাধী বলে হে আল্লাহ
ভুলে যেও না আমায়!
নিজের দোষে দোষী হয়ে
কাঁদি আমি নিরালায়।
পরীক্ষারই জন্য আল্লাহ
পাঠালেন এই দুনিয়ায়,
দুনিয়ার মোহে পড়ে
আমি ভুলে গেছি তোমায়।
অন্ধকার কবরে যেদিন
থাকবে না কোনো বাতি'
মুমিন হ’লে পাব সে দিন
তোমার নূরের জ্যোতি।
জাহান্নাম হ’তে মুক্তি দিও
করিও আমায় জান্নাতী,
এই প্রার্থনা তোমার তরে করি
হে প্রভু আমি যে অপরাধী!