৬৫.
"কান্ডারী ডাকে"
মুহাঃ মোশাররফ হোসেন
হঠাৎ আকাশে মেঘ জমেছে বিজলী করছে খেলা,
ঘনো বর্ষা পথ' কাঁদাময় গৃহে ফেরো এই বেলা।
আঁধারে ত্বরা ঘনাবে রাত্রি হে পথিক শোনো কথা,
কান্ডারী ডাকে খেয়া পারে করো না অবহেলা।
খেয়া পারাপার বন্ধ হবে দুর্যোগ তমাসায়,
মরণ দশায় নিপতিত' তবে আয়রে চলে আয়।
কান্ডারী ডাকে সত্য খেয়ায় দাও পাড়ি দাও ভাই
কঠিন আরো পুলছিরাত পার হ’তে হবে তাই।নিঃসীম আঁধার দিশাহীন নিচে তার হাবিয়া
মিথ্যা ছাড় সত্য আঁকড়ে ধরো যুগপৎ ভাবিয়া।
পথভোলারা পথ খুঁজে ফেরে ছিরাতে মুস্তাকীম
তোমার জন্য মুক্ত রয়েছে ভাবো কেন মুসলিম?কান্ডারী ডাকে এসো ভাই-বোনই সলামী খেয়াযানে,
দাও সবে পাড়ি পৌঁছে যাবে ফেরদাউস মাকামে।