৬৪.
"তৃপ্তি"
মুহাঃ মোশাররফ হোসেন
যে পাগলে খুঁজে তোমায়
সে পাগল তো তুমি নও,
অন্ধ হয়ে আমিই সর্বদাই রই
কেমনে তোমার জন্য পাগল আমি হই।
পাগল হয়ে খুঁজবো যারে
সে-কি পাগলের ধার ধারে!
পাগল ঘুরে এই অন্ধকারে
হতাশ হয় সে বারে বারে।
তোমার দয়াল তোমার দয়ায়
পাগলের মতো যেনো কাছে পায়
অচিন দেশের বিজন মেলায়
দয়া বিনে পাগল অসহায়।
পাগল পরাণ তৃপ্তি খুঁজে
দীপ্তময় জ্যোতি তোমার সাজে
নিবিড় সান্নিধ্য পাওয়ার মাঝে
জ্যোতির বাতি জ্বলুক ত্বেজে।