৬২.
"আহ্বান"
মুহাঃ মোশাররফ হোসেন
কাঙ্ক্ষিত স্বপ্নের আকস্মিক অবসান,
রঙ্গিন স্বপ্নবিহীন নির্ঘুম অবসাদ,
লালিত ভালবাসার অপ্রত্যাশিত ব্যবচ্ছেদ,
ক্ষণস্থায়ী প্রতিশ্রুতির চিরস্থায়ী পরিত্রাণ।
নির্ধারিত গন্তব্যের হঠাৎ-ই মেরুকরণ,
সহজ সমাধানে আচমকাই অলীক সমীকরণ।
বেড়ে উঠা স্মৃতির কৌশলী চেপে ধরা,
ভালবাসি বলতে আজ কতশত বাধা!
পরিচিত অভ্যাসে স্থায়ী পরিবর্তন,
পুরাতন মোড়কে নতুনের আহ্বান।
নিষ্কলুষ হৃদয়ে কপাট আঘাত,
একসাথে পথ চলতে আজ কতশত অজুহাত!!
পুরাতন স্মৃতিতে হৃদয় গহীনে তোড়পাড়,
তোমার অভাবে আমার পরিবেশে হাহা-কার।
তবুও ছুটে চলা নতুনের আহ্বানে,
কৃত্রিম ব্যস্ত থাকা অন্য কোনো স্বপ্নে।