৬০.
"ঈদ উৎসব"
মুহাঃ মোশাররফ হোসেন
আজকে খুশীর বসলো মেলা
ঈদগাহের ঐ ময়দানে,
সাজলো নতুন ভূষণে সব
লাগলো দোলা সবার মনে।
ছিয়াম সাধনা শেষ হ’লে পরে
আসলো দ্বারে ঈদের দিন,
নাইতো কারো দুঃখো-ব্যথা
সবার মনে খুশীর দিন।
ঈদের খুশী সবার তরে
সমানভাবে বণ্টনে,
ছিয়াম সাধনায় নিঃস্ব-গরীব
নিচ্ছে না তারা কোনো মনে।
যার পরিধানে ছিন্ন কাপড়
তৈল বিহীন মাথায় চুল;
নাই পাদুকা চরণ দু’টোয়
সব নিরাশা শূন্য কূল!
বাচ্চাগুলোর পোষাক দিতে
পড়ছে যারা লজ্জাতে;
নাই টাকা তাই উপোষ থেকে
যাচ্ছে তারা ঈদগাহতে।
হাত পাতে যে অন্য দ্বারে
অল্প কিছুর দরকারে,
ঈদের খুশীর দিনটি তারা
কেমনভাবে পার করে?
তাদের তরে হয় না কভু
ঈদের খুশীর ফুর্তিটা।
রবের দ্বীনের বিজয় কতন
উড়বে যে দিন এই ধরায়,
ঈদের খুশীর সুখ লহরী
ভরবে সে দিন পূর্ণতায়।