৫৯.
"নামে মুসলমান"
মুহাঃ মোশাররফ হোসেন
অদ্যপি জানি না পড়তে কুর-আন
এইতো মুসলিমের পরিচয়।
বে-পঅর্দায় মুসলিম নারী
ঘুরিয়া বেড়ায় জগৎময়,
পেরমের নামে অবৈধ স্বংস্রবে
পর-পুরুষের সাথে লিপ্ত হয়।
লোভের বশে অস্ত্র চালায়
সহোদর ভাই-বোনদের গলায়,
পরকে ঠকিয়ে সুখের আশাই
নিজের আবাস সাজায়।
সুদ-ঘুষের অবৈধ ব্যাবসায়
কোটি-কোটি টাকা করি আয়,
মিথ্যা বলিতে পরের কুৎসা রটাতে
পরাণে নাহি পায় আল্লাহুর ভয়।
মুয়াযযীনের কন্ঠে যবে
মধুর আজান শুনা যায়
মত্ত তখন টিভি দেখায়
মগ্ন তখন গান-বাজনায়।
নাহি মানি আল্লাহুর আদেশ
মানি না আদেশ রাসুলের,
লম্বা-কুর্তা পাগড়ী বড়
দাড়ির আকার ও দীর্ঘ ঢের।
কুর-আন হাদীছ মানি না আমি
স্বীয় মর্জি মাফিক জীবন কাটাই।
আসল মুসলিম নাকি নামধারী মুসলিম
স্বীয় মনকে জিজ্ঞেস করিলে সহজ উত্তরটা পাই।