৫৮.
"সুযোগ সন্ধানী"
মুহাঃ মোশাররফ হোসেন
স্বার্থপরেরা আপন বেশে
দাঁড়াবে আপনার পাশে!
স্বার্থ হাসিল হয়ে গেলে
ভুলে যাবে শেষে।
মুখ ফেরাবে হেসে-হেসে
অশ্রুতে ভাসাবে বুক;
মধু মি:সৃত মুখ।
দু:খি সাজবে আপনার দু:খে'
ছুরি বসাবে আপনার বুকে।
যদি নিতে হয় কারো ঋণ!
তবে প্রেমিক হৃদয় খুঁজে নিন।