৫৬.
"আমার লাল টুক-টুকে মেয়ে"
মুহাঃ মোশাররফ হোসেন
আমার টুক-টকে মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি? তার কে দিয়েছে গালি?
রাগ করে সারা গায়ে মেখেছে সে কালি।
যখন রাগ করে সুন্দরী অভিমানী মেয়ে!
আরো সুন্দর লাগে তার হাসি মুখ খানি,
গায়ে লাগানো কালিকে তার করে দেই আলো,
আমার টুক-টুকে মেয়ের অনুরাগের প্রদীপ জালি।
পরেনি সে গহোনা-গাটি বাঁধেনি সে কেশ!
তারই কাছে আমি হার মানি এই ভূবনে বেশ।
রাগিয়ে সে কাঁদে যখন দু:খে!
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে।
আমার মামনিটা বড্ড রাগি!
তাই তারে দিই জবা ফুলের ডালি।