৫৪.
"অভিমানী"
মুহাঃ মোশাররফ হোসেন
ভাবছি আমি একাই বসে, হচ্ছে কি সব আমার সাথে?
যাকে আমি চাইছি পেতে দূরে ঠেলে দিচ্ছি তাকে।
সে আমাকে কাছে টানে, আমি ও টানি মাঝে মাঝে।
আবার দিচ্ছি দূরে ঠেলে ,দু-জন দু-জনাকে।
ভাবছি কি যে চাইছি আর কি যে পাচ্ছি,
কিছুই আমি বুঝি নাতো!
স্বরুপ তোমার ভালো না খারাপ সেটাও মাথায় ঢুকছে নাতো!
রাগের কথা পাড়া জানে তুমি কি কিছুই শুনোনি?
রাগের মাথায় করি যে ভুল তাও কি তুমি বুঝোনি?
তবে কেনো এমন করে দিলে আমায় রাগিয়ে?
তাইতো তোমায় অমন করে দিলাম আমি ফিরিয়ে।
মিষ্টি কথায়, মিষ্টি ঝগড়ায়, রাগ যে আমায় কমেনা!
এতোদিনে তুমি বুঝি এটুকু ও আমায় চিনলে না?
রাগ কমেছে বুদ্ধি খুলেছে বসে আছি একেলা!
কখন তুমি আসবে ফিরে করছি আমি অপেক্ষা।
আসো ফিরে বসো কাছে, বলো; আছে যা তোমার মনে!
মিষ্টি হেসে রাগটা ভুলে নিবো' তোমায় আপন করে।