৫১.
"রমজানের শিক্ষা"
মুহাঃ মোশাররফ হোসেন
আসলো ছিয়াম মোদের দ্বারে
শিক্ষা দিতে রামাযানের,
ছিয়াম সাধনায় দীক্ষা নিতেপারবে কি ভাই সবজনে?
আল্লাহভীতি দিবা-রাতিসর্ব কাজে যার হৃদয়ে,
সেই তো পারে শিক্ষা নিতে বসতে ছাওমের মসনদে।
ছিয়াম সাধনার পরেও যাদের আল্লাহভীতি জাগলো না,
শয়তানী আর বদ খাছলত মন থেকে মোটেও তাদের ভাগলো না।