প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৩, ১০:৪৩ এ.এম
৫০. মাহে রমজান
৫০.
"মাহে রমজান"
মুহাঃ মোশাররফ হোসেন
আহলান সাহলান মাহে রমজান ঘুরে ফিরে ঘরে ঘরে এলো যে রমজান রহমত বরকত মাগফিরাতের হে মাহে রমজান।আহলান সাহলান,আহলান মাহে রমজান,রহমতের মাস,ক্ষমার পেয়ালা মাগফিরাত অফুরান।উপবাসে আল্লাহ খুশী আল্লাহ আল্লাহ জয়গান,আহলান সাহলান মাহে রমজান।ক্ষমার দুয়ার খোলা এমন আল্লাহ স্বয়ং দিন প্রতিদান, পাপী তাপী যতো আছো তার দিকেই হও আগুয়ান।দানের খাতা,প্রাণের খাতা খুলেই দেখো হে আমান, আহলান সাহলান মাহে রমজান। বছর শেষে বোনাসের মাস পবিত্র এ রমজান,ধুয়ে মুছে দিবেন প্রভু সকল পাপের খতিয়ান।সেই কাতারে শামিল করো রহম করো হে রহমান,আহলান সাহলান মাহে রমজান।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।