৪৯.
"মুখোশধারী"
মুহাঃ মোশাররফ হোসেন
সমাজে আছে কিছু সুবিধাবাদী লোক-
ভালো মানুষকে পাগল করার দিক দিয়েই শুধু এদের ঝোঁক।
এরা সকলেই সমাজের মুখোশধারী!
এরা সকলের চোখে ভালো সেজেই থাকে,
যতো সরল সাদা মানুষ পড়ে এদের ফাঁদে!
মিথ্যা দিয়ে সাজানো কথা বলায় এদের ঝুঁড়ির মেলা ভার!
এদের সঙ্গে পাল্লা দিবে, সেই সাধ্য আছে কার?
অপবাদ আর গঞ্জনা দেওয়াই এদের একটা স্বভাব;
ধর্ম, কর্ম, আর বিবেকবোধের এদের বড়ই অভাব!
এই সব মনের গলোদকে' করো পরিহার'
দূর থেকেই করো সালাম' কাছে যেয়ো না আর।