৪৮. স্বভাব
মুহাঃ মোশাররফ হোসেন
কিছু লোকের আছে এমন স্বভাব
গিবত গেয়ে চলে"
তিলকে তারা তাল বানিয়ে
মিথ্যা কথা বলে।
দেখতে তারা পায় না কভু
পরের ভালো কাজ"
বিদ্বেষে গা জ্বলে একটুও
নেই তাদের লাজ!
ঘরের খেয়ে পরের কাজের
ছিদ্র ওরা খোঁজে"
তলে তলে ঠিকই আবার
তারা নিজের ভালো বোঝে!
এমন মানুষ সমাজটাতে
দেয় কালিমা লেপে"
সঠিক কথা বললে পরে লোক দেখানোর জন্য
উল্টো ওঠে খেপে!!!