৪৭.
"পহেলা বৈশাখ "
মুহাঃ মোশাররফ হোসেন
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ,
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ!
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা,
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা!
পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়"
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়;
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান,
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান!
এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ।